রায়পুরাতে নৌকা মার্কার পক্ষে ভোট চাইলেন হারুনুর রশিদ
![]() |
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ সরকারের দশ বছরের উন্নয়নের চিত্র জনগনের সামনে তুলে ধরার লক্ষ্যে চান্দেরকান্দি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে মেথিকান্দা নতুন বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নেই।আমরা যারা আওয়ামীলীগ করি মাননীয় প্রধানমন্ত্রীকে নেতা মানি তারা নৌকা মার্কার বিরোধে যেতে পারবো না নৌকা প্রতীক যদি আমি পাই আমাকে সমর্থন দিবেন আর যদি অন্য কোন প্রার্থী পাই তবে আমি নিজেও তার জন্য মাঠে কাজ করবো।চান্দেরকান্দি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ,নরসিংদী জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান,রায়পুরা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামাল মোল্লা,পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল, রায়পুরা পৌর কাউন্সিলর আসাদুজ্জামান টিটু,রায়পুরা পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোকারম হোসাইন,চান্দেরকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শহিদুল্লাহ্,মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া,নরসিংদী জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহারাজ হোসেন বিজয়,সাবেক ছাত্র নেতা মনির হোসেন,ছাত্রলীগ নেতা জুয়েল ভূঁইয়া,যুবলীগ নেতা এমদাদুল হক সুমন,চান্দেরকান্দি ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মফিজ উদ্দিন,ছাত্রলীগ নেতা ইফরান ইবনে কাশেম সোহেল,পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হানিফ প্রমুখ।
কোন মন্তব্য নেই