সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত রায়পুরার মিজান



::আজিজুল ইসলাম কিং::রায়পুরা ইউনিয়ন প্রতিনিধি,সৌদিআবরে কর্মরত মিজানুর রহমান (৪৫) নামে এক প্রবাসী কর্মস্থলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশ সময় ৮.৩০ মিনিটে সৌদিআবরের স্থানীয় একটি হাসপাতালে মারা গেছেন।।নিহত মিজানুর রহমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামুদপুর গ্রামের সাফি উদ্দিন মাস্টারের দ্বিতীয় পুত্র। মিজানুর রহমানের মৃত্যেুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ বাংলাদেশে আনার জন্য সৌদিআরবে অবস্থিত বাংলাদেশে দূতাবাসে যোগাযোগ চলছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.